ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থী অনেক, আশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে: দীপু মনি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
প্রার্থী অনেক, আশা করি অংশগ্রহণমূলক নির্বাচন হবে: দীপু মনি 

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. দীপু মনি বলেছেন, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। আমি গত ১৫ বছর ধরে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।

যেহেতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।  

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।  

দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারও আমাকে সেবা করার সুযোগ দেবেন এটিই আমার প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসন থেকে ৪৩জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। এর মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।