ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আরও ২৯ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে চায় ইসি

ঢাকা: আরও ২৯টি দেশি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে কারো আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলেছে সংস্থাটি।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত দ্বিতীয় বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই বাছাইঅন্তে ২৯টি প্রতিষ্ঠানের নিবন্ধন দিতে সিদ্ধান্ত নিয়েছে।

এক্ষেত্রে সংস্থাগুলোর বিষয়ে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে তা দাখিল করতে হবে। দাবি, আপত্তি থাকলে তা শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি।

এর আগে ৬৭টি সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।

নতুন করে যে ২৯টি সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি, সেই তালিকা দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।