ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর

সিনিয়র করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল স্বতন্ত্র প্রার্থীর ফাইল ফটো

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির।

শনিবার (০৯ ডিসেম্বর) প্রতিনিধির মাধ্যমে আপিলটি দায়ের করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

ইসি কর্মকর্তারা জানান, শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করায় তার প্রার্থিতা বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছে।

এ পর্যন্ত পাঁচ শতাধিত আপিল আবেদন জমা পড়েছে ইসিতে। রোববার (১০ ডিসেম্বর) থেকে প্রতিদিন ১০০টি করে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।