ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা, চৌহালী উপজেলা আ.লীগ সভাপতিকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা, চৌহালী উপজেলা আ.লীগ সভাপতিকে শোকজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-৫ আসনে প্রতীক বরাদ্দের আগে বিধি বহির্ভূতভাবে নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে চৌহালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাজ উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ আদেশ দেন।

 

সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচারণা চালানো নিষেধ থাকলেও তাজ নৌকার প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে নেতাকর্মী নিয়ে পথসভা ও প্রচারণা চালিয়েছেন। এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। এমন কর্মকাণ্ডে আচরণবিধি 
লঙ্ঘন হয়েছে। এজন্য কেন তাজ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সে জবাব রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।