ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘ট্রাক’ নিয়ে ভোটের মাঠে মাহিয়া মাহি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
‘ট্রাক’ নিয়ে ভোটের মাঠে মাহিয়া মাহি

রাজশাহী: নানান চড়াই-উতরাই পার করে শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকে আছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহীর মেয়ে মাহি নৌকার মনোনয়ন চেয়েও পাননি।

তাই প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে চিত্রনায়িকা শারমিন আকতার নিপা ওরফে মাহিয়া মাহি প্রতীক বরাদ্দ পেয়ছেন।

সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ মাহির হাতে ‘ট্রাক’ প্রতীক তুলে দেন।

এদিন রাজশাহী রিটার্নিং কর্মকর্তা রাজশাহী-১ আসনের প্রতীক ঘোষণার সময় স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার কোনো পছন্দের প্রতীক আছে কী না জানতে চান। এ সময় তিনি তার পছন্দের প্রতীক হিসেবে ‘ট্রাক’ প্রতীক চান। অন্য কোনো প্রার্থী এই প্রতীক না চাওয়ায় তার হাতে শেষমেশ সেই এই প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

প্রতীক পাওয়ার পর মাহিয়া মাহি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ এখন সুষ্ঠু ও সুন্দর রয়েছে। তবে আগামী দিনে যত বাধা-বিপত্তিই আসুক নির্বাচনের মাঠে তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার প্রত্যাশা এলাকার মেয়ে হিসেবে তিনি সবার অকুণ্ঠ সমর্থন পাবেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।