ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে প্রত্যাহারের নির্দেশ
  

হবিগঞ্জ: হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
সোমবার (২৫ ডিসেম্বর) এ নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।


 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
 
দেবী চন্দকে প্রত্যাহার করে হবিগঞ্জে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতেও চিঠিতে বলা হয়।
 
যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল বাংলানিউজকে বলেন, প্রত্যাহারের খবর জানতে পেরেছি। তবে দাপ্তরিক কোনো চিঠি হবিগঞ্জে এসে পৌঁছায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।