ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেননের নির্বাচনী সমন্বয়ক নৌকার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া ইউনুস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩
মেননের নির্বাচনী সমন্বয়ক নৌকার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া ইউনুস

বরিশাল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দল মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নির্বাচন সমম্বয়ক হয়েছেন সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক।

অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পেয়েছিলেন। জোটের স্বার্থে আসনটি মেননের জন্য ছেড়ে দেয় আওয়ামী লীগ। তাই তালুকদার মো. ইউনুসও নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাশেদ খান মেননের নির্বাচন পরিচালনা কমিটির (মিডিয়া সেল) সদস্য শামিল শাহরোখ তমাল। তিনি বলেন, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে নানা ব্যস্ততার কারণে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্ব-শরীরে উপস্থিত থাকতে পারছেন না। মেননের বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। সরকার প্রধানের জনসভা শেষ হওয়ার পর ইউনুস নিজে উপস্থিত থেকেই নির্বাচন সমন্বয় করবেন আশা প্রকাশ করেছেন মেনন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডি‌সেম্বর ২৭, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।