ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঘটকচরে নৌকা ও ঈগল সমর্থকদের সংঘর্ষ, বাড়িতে আগুন, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঘটকচরে নৌকা ও ঈগল সমর্থকদের সংঘর্ষ, বাড়িতে আগুন, আহত ১০

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় মাদারীপুর-৩ আসনের নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

রোববার(৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, রোববার সকালে মাদারীপুর-৩ আসনের ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থক আকবর মাতুব্বর প্রথমে ভোট দিতে বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তাহমিনা বেগমের সমর্থক আফজাল মুন্সী। এসময় উভয়পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা যায়।  

এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের সামনে জড়ো হন। পরে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হন চারজন। এসময় ভোটকেন্দ্রের দখল নেওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ), র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

এ ঘটনার জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজন পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও ওঠে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ১৫-২০টি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে প্রশাসনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদ্যসরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।  

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেনবাহিনী, বিজিবি, র‌্যাব ও অন্যান্য আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করেন।  

কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ৩৪০ জন। পুরুষ ভোটার এক লাখ ৮৭ হাজার ১৭০ ও নারী ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা তিনজন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।