ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহরাব নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সোহরাব নির্বাচিত মো. সোহরাব উদ্দিন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিজয়ী হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন।

তিনি পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট।

রোববার (০৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ভোটের ফলাফলে বিষয়টি জানা যায়।  

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।  

এ আসনে পুরুষ ও নারী এবং হিজড়া মিলিয়ে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৮০৪ জন। মোট ১৭০টি ভোটকেন্দ্রে ১০৬০টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।