ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ-১০: হ্যাট্রিক জয় পেলেন নৌকার প্রার্থী বাবেল গোলন্দাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ময়মনসিংহ-১০: হ্যাট্রিক জয় পেলেন নৌকার প্রার্থী বাবেল গোলন্দাজ

ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে নৌকা প্রতীক নিয়ে হ্যাট্রিক জয় পেয়েছেন ফাহমী গোলন্দাজ বাবেল। এর আগে তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

রোববার (৭ জানুয়ারি) রাত পৌনে ৯টায় সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম বেরসকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।  

ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেল ভোট পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ৮৯৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে আবুল হোসেন দীপু পেয়েছেন সাত হাজার ৫১৯ ভোট।  

এর আগে ২০০৮ সালে ফাহমি গোলন্দাজ বাবেল গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ-১০ আসনে মোট ভোটার তিন লাখ ৮২ হাজার ৯৪৬ জন। উপজেলার ১১১টি কেন্দ্র এবং ৭৭১টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।