ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিরাজগঞ্জে ৬টি আসনে জামানত হারালেন ২২ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
সিরাজগঞ্জে ৬টি আসনে জামানত হারালেন ২২ প্রার্থী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ৬টি নির্বাচনী আসনে বিভিন্ন দলের ২২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। অন্যান্য ছোট দলের পাশাপাশি জামানত ফিরে পাননি জাতীয় পার্টির কোনো প্রার্থীই।

আওয়ামী লীগের বিজয়ী ছয়জন ও নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রের তিন প্রার্থী তাদের জামানত ফিরে পেয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ছাড়া সবাই জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির জহুরুল ইসলাম, জাসদের সাইফুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর সবুজ আলী।

সিরাজগঞ্জ-২ আসনেও আওয়ামী লীগ প্রার্থী জান্নাত আরা তালুকদার হেনরী ছাড়া সবাই জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির আমিনুল ইসলাম, ওয়ার্কাস পার্টির সাদকাত হোসেন বাবুল, তৃণমূল বিএনপির সোহেল রানা ও জাকের পার্টির আব্দুর রুবেল সরকার।

সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী আওয়ামী লীগের ডা. আব্দুল আজিজ ও নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ছাড়া সবাই জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির জাকির হোসেন, বিএনএম’র গোলাম মোস্তফা ও স্বতন্ত্র নুরুল ইসলাম।

সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের বিজয়ী শফিকুল ইসলাম শফি ছাড়া সকলেই জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক ও জাসদের মোস্তফা কামাল বকুল।

সিরাজগঞ্জ-৫ আসনে বিজয়ী আওয়ামী লীগের আব্দুল মমিন মন্ডল ও নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস ছাড়া সবাই জামানত হারিয়েছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির ফজলুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের নাজমুল হক ও বিএনএম’র আব্দুল হাকিম।

সিরাজগঞ্জ-৬ আসনে বিজয়ী নৌকার প্রার্থী চয়ন ইসলাম ও নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র হালিমুল হক মিরু ছাড়া সবাই জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির মো. মোক্তার হোসেন তৃণমূল বিএনপির তরিকুল ইসলাম, বিএনএম’র মোহাম্মদ শামীম, জাসদের মোজাম্মেল হক, ওয়ার্কাস পার্টির রেজাউর রশিদ খান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির কাজী আলামিন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।