নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটগ্রহণ চলছ। তবে সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসক গোলাম মাওলা জানান, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পযন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এনির্বাচনে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। জাপা ও দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই হবে নৌকার। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের (নৌকা) সাবেক এমপি শহিদুজ্জামান সরকার, জাতীয় পার্টির (লাঙ্গল) তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম (ট্রাক) ও মেহেদী মাহমুদ রেজা (ঈগল পাখি)।
এ নির্বাচনে ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। ভোটগ্রহণ হচ্ছে ১২৪টি কেন্দ্রে।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারে ১৬ জনের ফোর্স নিয়োজিত রাখা হয়েছে। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছে ১৭ জনের ফোর্স।
এছাড়া ভোটের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ৩১টি মোবাইল ও সাতটি স্ট্রাইকিং ফোর্স। দায়িত্ব পালন করছে র্যাবের চারটি টিম ও আট প্লাটুন বিজিবি।
এছাড়া আটজন নির্বাহী ও দুইজন বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন করে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএএইচ