ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল রমজানে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
উপজেলা ভোটের পূর্ণাঙ্গ তফসিল রমজানে অশোক কুমার দেবনাথ

ঢাকা: আসছে রমজান মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, এরই মধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছেন উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাস হয়নি যেগুলো ভালো ছিল হয়তো ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম। এখন যেগুলো ভালো আছে, সেই উপজেলাগুলোতে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত হবে।

দেশে উপজেলার সংখ্যা মোট ৪৯৫টি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২ টি; মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইইউডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।