ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বকশীগঞ্জে ইভিএম মেশিনে ভোট গ্রহণে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
বকশীগঞ্জে ইভিএম মেশিনে ভোট গ্রহণে ধীরগতি

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচনে ভোটগ্রহণ চলছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

তবে ইভিএমে ভোটগ্রহণে কিছুটা ধীরগতি রয়েছে। ইভিএম মেশিনে কয়েকজনের আঙুলের ছাপ ঠিকমতো না ওঠায় তারা ভোট দিতে সমস্যায় পড়েন।

শনিবার (০৯ মার্চ) সকাল ৮টা থেকে দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট সময়ের ১৫ মিনিট পর থেকে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়।  

প্রথম বারের মত ইভিএমে ভোট দিতে পেরে উৎসাহী অনেকেই আবার অনেকের ক্ষেত্রে দেখা দিয়েছে জটিলতা। বকশিগঞ্জ খইরুদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত কয়েকটি কক্ষের ভোটগ্রহণ বন্ধ ছিল।

বকশিগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা খোদেজা বেগম বলেন, সকালে ভোট দিতে এসেছি। ভোট দিতে অনেক সময় লাগতেছে। আমরা তো জীবনে কোনো দিন মেশিনে ভোট দেয় নাই। প্রথমবার মেশিনে ভোট দেব। মেশিনে ভোট দেওয়া তো আমরা জানি না। কীভাবে দেব বুঝতেছি না।  

এদিকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নির্বাচনের মাঠে কাজ করছে ১০ জন ম্যাজিস্ট্রেট।  

এ বিষয়ে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শানিয়াজ্জামান বলেন, সকালে আমাদের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণে একটু সমস্যা হয়েছিলো। যা এখন আর নেই। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।  

প্রসঙ্গত, ২০১৩ সালে বকশিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভার এটি হচ্ছে দ্বিতীয় বারের মত নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ পৌরসভার নির্বাচনে ১২টি কেন্দ্রে ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ভোট দেবেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।