ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তৃতীয় বারের মতো মেয়র হলেন মতিয়ার রহমান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
তৃতীয় বারের মতো মেয়র হলেন মতিয়ার রহমান 

বরগুনা: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান বেসরকারিভাবে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন।  

শনিবার (৯ মার্চ) রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদি জানান, মো. মতিয়ার রহমানকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ইলেকট্রনিক্স ভোটার মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনে ৯ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২ বারের নির্বাচিত সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মতিয়ার রহমান মোবাইলফোন প্রতীক নিয়ে ৬ হাজার ৫৩৯ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নাজমুল আহসান খান ৫ হাজার ৭৬৬ ভোট পেয়েছেন।

পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন । এর মধ্যে ১২ হাজার ৩০৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির হার ৭৭ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
এসএএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।