ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ৫, ২০২৪
সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল

ঢাকা: জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, কমিশন প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দিয়েছেন। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্প্রতি রফিকুল ইসলামের উপস্থিতি তার দুই সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অন্য প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় রফিকুল ইসলামকে ব্যাখ্যা তলব করে ইসি। পরবর্তীতে শুনানি করে ব্যাখ্যায় সন্তুষ্টি না হওয়ার রফিকুলের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ৫, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।