ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধানের মৌসুমে ভোটে ধীরগতি

বদরুল আলম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ৮, ২০২৪
ধানের মৌসুমে ভোটে ধীরগতি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে উপস্থিতি কমছে ভোটারদের।

হাওরাঞ্চলের মানুষ ধান তোলায় ব্যস্ত থাকার ফলে তুলনামূলকভাবে এ উপজেলায় ভোট প্রয়োগের হার কম বলে নির্বাচনে দায়িত্বরতরা জানান।

 

বুধবার (৫ মে) সকাল ৮টায় ২ হাজার ৩৭৬ ভোটারের এবিসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়ে ৮০০টি। এর পরের দুই ঘণ্টায় অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত আর মাত্র ১০০টি ভোট পড়েছে।  

বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫২২ জন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ভোট পড়ে ৮০০টি। পরের দুই ঘণ্টায় মাত্র ১০০ জন ভোট দিয়েছেন।  

দুপুর সোয়া ২টায় বদলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসউদ রানা বাংলানিউজকে বলেন, ‘এখন একজন, দু’জন করে ভোটার আসছেন। তবে বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত ভোটারদের ভিড় ছিল। ’ তখন পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, ‘হাওরাঞ্চলের লোকজন ধান তোলায় ব্যস্ত থাকার কারণে অনেকে ভোটকেন্দ্রে আসছেন না। অন্যান্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলে ভোট প্রয়োগের হার কম থাকবে মনে হচ্ছে। ’ 

এবিসি উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মহিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩৩ দশমিক ৭ শতাংশ ভোট প্রয়োগ হয়। এরপর থেকে ভোটার আসার গতি কমে গেছে।  

বদলপুর ইউনিয়নের বাসিন্দা আবু মিয়া জানান, তিনি দুই বিঘা জমির ধান কাটায় ব্যস্ত থাকায় ভোট কেন্দ্রে যেতে পারছেন না। ধান তোলা শেষ হওয়ার পর সময় থাকলে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।  

এদিকে দুপুর ২টায় মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একজনও ভোটার নেই। দুপুর ২টা পর্যন্ত সেখানে ৩ হাজার ১০০ ভোটারের মধ্যে ১ হাজার জন ভোট দিয়েছেন। এ সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন তিনজন নারী ভোটার।  

আজমিরীগঞ্জ উপজেলায় ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এখানে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে সাত ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বাংলানিউজকে জানান, দুপুর ১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট প্রয়োগ হয়েছে। ধানকাটার মৌসুম হওয়ায় পুরুষ ভোটারের উপস্থিতি কম। তবে নারী ভোটাররা কেন্দ্রে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।