ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জামানত হারালেন মেহেরপুর জেলা আ.লীগ নেতাসহ ৪ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৯, ২০২৪
জামানত হারালেন মেহেরপুর জেলা আ.লীগ নেতাসহ ৪ প্রার্থী

মেহেরপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন ও মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী জামানত হারিয়েছেন।

এরা হলেন- মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মানান ও আওয়ামী লীগ নেতা হাসেম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ।

 

অবশ্য বিএনপি নেত্রী রোমানা আহমেদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।  

এদিকে, মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান তার জামানত হারিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচন বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ১৫ ভাগের নিচে ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

মেহেরপুর সদর উপজেলায় ৫৬ হাজার ৬৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান পেয়েছেন মাত্র ৩৭২ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম পেয়েছেন মাত্র ২ হাজার ৮৮৫ ভোট এবং সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ পান মাত্র ৮৯৪ ভোট।

এদিকে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান পদে মাহাবুবুর রহমান ৩৪১ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।