ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আজগর আলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ১০, ২০২৪
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা আজগর আলী

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।  

শুক্রবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, এ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনই অবাধ সুষ্ঠু হয়নি। তাই আমরা এ নির্বাচনে যাচ্ছি না। যে কারণে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছি।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী বলেন, সদর উপজেলায় আমার তুমুল জনপ্রিয়তা রয়েছে। ইতঃপূর্বে দুইবার এ সরকার আমার প্রাপ্ত ভোট ছিনিয়ে নিয়েছে। যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির নেতাকর্মীদের সুপারিশে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, কাজী শফিকুর রহমান লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।