ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, মে ২২, ২০২৪
জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন সাবেক অর্থমন্ত্রীর ভাই

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল।  

অন্যদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান পদে হেরেছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার।

 

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম এসব তথ্যের নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে এ ফলাফল জানা যায়।  
 
সূত্র জানায়, হামিদ লতিফ ভূঁইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৪ ভোট।


অন্যদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনে হেরেছেন সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার। এ উপজেলার টানা তিনবারের চেয়ারম্যান গোলাম সারওয়ার কাপ-পিরিচ প্রতীক নিয়ে এবার ভোট পেয়েছেন ১৪ হাজার ৩১৪।

গোলাম সারওয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

হেলিকপ্টার প্রতীকে ২০ হাজার ৭৬৩ ভোট পেয়ে উপজেলার টানা তিনবারের চেয়ারম্যান গোলাম সারওয়ারকে হারিয়ে এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৯০ ভোট। সেদিক থেকে এবার গোলাম সারওয়ার তৃতীয় অবস্থানে আছেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।