ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাল ভোট: ফরিদপুরে যুবকের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ২৯, ২০২৪
জাল ভোট: ফরিদপুরে যুবকের কারাদণ্ড 

ফরিদপুর: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদরপুর উপজেলায় জাল ভোট দেওয়ার সময় আরিফ মাতুব্বর (২৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আব্দুল হাকিম মাতুব্বর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।  

সাজাপ্রাপ্ত আরিফ ওই ইউনিয়নের মুজিবর মাতুব্বর কান্দি গ্রামের দাদন মাতুব্বরের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, জাল ভোট দেওয়ার অপরাধে আরিফ মাতুব্বরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী জানান, আসামিকে আরিফকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।