ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসি-সচিব আসেননি ইসিতে, হামলার আতঙ্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সিইসি-সচিব আসেননি ইসিতে, হামলার আতঙ্ক

ঢাকা: সরকার পদত্যাগ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনে (ইসি) হামলার আতঙ্ক।

মঙ্গলবার (০৬ আগস্ট) উড়ো খবরের ভিত্তিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিন যথাসময়ে কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এলেও অনুপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা। এমনকি ইসি সচিব শফিউল আজিম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক নির্বাচন ভবনে আসেননি।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার অতিরিক্ত সচিব মো. ফরহাদ আহাম্মদ খানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা যথা সময়ে উপস্থিত হয়েছিলেন। তবে বেলা ১১টার দিকে নির্বাচন ভবন হামলা করতে বিক্ষুব্ধ জনতা আগারগাঁওয়ে দিকে আসছে এমন উড়ো খবর ছড়িয়ে পড়লে সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকলেই ভবন থেকে নেমে সামনের সড়কে আসেন। সেখানে সেনা সদস্যদের কথা বলে তারা ফের ভবনে প্রবেশ করলেও দুপুর ১টার আগেই সবাই চলে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন সোমবার (০৫ আগস্ট)। সেই আনন্দে আন্দোলনকারী ছাত্র জনতা ঢাকার রাজপথে নেমে এলে পুরো সরকার ব্যবস্থা টলে যায়৷ 

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।