ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘পাগল’ স্ট্যাটাসে থাকা এনআইডি সচল হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
‘পাগল’ স্ট্যাটাসে থাকা এনআইডি সচল হচ্ছে

ঢাকা: সার্ভারে থাকা ম্যাডনেস (পাগল বা অপ্রকৃতিস্থ) স্ট্যাটাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচল করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তালিকা চেয়েছে সংস্থাটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, বর্তমানে এনআইডি ডাটাবেজে কিছু সংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস স্ট্যাটাসে রয়েছে। এসব ক্ষেত্রে ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে ‘অসমর্থতা’ অংশে ‘অপ্রকৃতিস্থতা’ নির্বাচন করা হয়েছিল। এ কারণে তাদের স্ট্যাটাস ‘ম্যাডনেস’ হয়েছে। এ স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

কার্ড ম্যনেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যার থেকে স্ট্যাটাসে ‘ম্যাডনেস’ দিয়ে সার্চ দিলে উপজেলাভিত্তিক ‘ম্যাডনেস’ স্ট্যাটাসের ভোটারদের তালিকা পাওয়া যাবে। ওই তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেসব জাতীয় পরিচয়পত্রসমূহ সচল করার জন্য মহাপরিচালকের কাছে চিঠি পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।