ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

এনআইডি আবেদন বাতিল করায় ৪০ কর্মকর্তাকে ইসির শোকজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এনআইডি আবেদন বাতিল করায় ৪০ কর্মকর্তাকে ইসির শোকজ

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রবাসীদের আবেদন এখতিয়ার বহির্ভূতভাবে বাতিল করে দেওয়ায় ৪০ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।  

১০০টি বাতিল আবেদনের মধ্যে ৩৫টিই করেছেন মুন্সিগঞ্জের সিরাদীখান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

ইসির এনআইডি অনুবিভাগের উপ পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. তকদির আহমেদ ইতোমধ্যে ওই কর্মকর্তাদের নির্বাচন ভবনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, প্রবাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। মিশন অফিসে যেসকল প্রবাসীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলোর সঙ্গে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে মিশন অফিস থেকে ০৩ টি ডকুমেন্ট (১. অনলাইন জন্ম নিবন্ধন, ২. পাসপোর্টের কপি, ৩. পাসপোর্ট সাইজের ছবি) সংযুক্ত না করা হলে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা আবেদনটি তদন্ত করতে পারবেন না এবং আবেদনটি বাতিল করতে পারবেন না মর্মে  পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া সচিব মহোদয়ের সভাপতিত্বে ১০ টি অঞ্চলে জুম প্লাটফর্মে অনুষ্ঠিত জাতীয় পরিচয়পত্র সেবা সহজিকরণ সভায় এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। এতৎসত্ত্বেও আবেদনগুলোতে ডকুমেন্ট সংযুক্ত না থাকায় বাতিল করা হয়।

এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হলেও ওপরে ১০০ (একশত) টি আবেদনে ০৩ টি ডকুমেন্ট সংযুক্ত না থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে। ওই ১০০ টি আবেদনের মধ্যে ৩৫ টি আবেদন সিরাজদীখান উপজেলা নির্বাচন বাতিল করেছেন, যা স্পষ্টত কর্তব্য অবহেলার শামিল।

এছাড়া ০১ থেকে ৬৮ ক্রমিক পর্যন্ত আবেদনের (ফরম নং) সঙ্গে সংশ্লিষ্ট ১৪ জন উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে আগামী ২ ডিসেম্বর, ৬৯ থেকে ৮৩ ক্রমিকের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ জন উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে আগামী ০৩ ডিসেম্বর, এবং ৮৪ থেকে ১০০ ক্রমিকের আবেদনের (ফরম নং) সমূহের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ জন উপজেলা/থানা নির্বাচন অফিসারগণকে আগামী ০৪ ডিসেম্বর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে সশরীরে উপস্থিত হয়ে এনআইডি মহাপরিচালকের কাছে ব্যাখ্যা দিতে হবে।

কোন উপজেলা নির্বাচন কর্মকর্তা কোন প্রবাসীর আবেদন বাতিল করেছে দেখতে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
ইইউডি/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।