ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিইসির সঙ্গে তুরস্কের সাবেক ৩ এমপির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
সিইসির সঙ্গে তুরস্কের সাবেক ৩ এমপির বৈঠক কথা বলছেন ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে তুরস্কের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করতে চায়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। পাঁচ জনপ্রতিনিধির মধ্যে তিনজন তুরস্কের সাবেক এমপি, একজন আইনজীবী এবং একজন তুরস্কের দূতাবাসের প্রতিনিধি ছিলেন।

অতিরিক্ত সচিব বলেন, প্রতিনিধি দলটি ইতোমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা আগামীর জন্য কী ভাবছি, আমরা কী করতে পারি, দু’দেশের মধ্যে নির্বাচনী যে বিষয়াদি আছে, একটি সাধারণ অভিজ্ঞতা বিনিময় এবং পরস্পর পরস্পরকে কীভাবে নির্বাচন ব্যবস্থাকে উন্নত করার জন্য সহযোগিতা করতে পারি, কীভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় এ বিষয়ে আলোচনা হয়েছে। একটি সুন্দর নির্বাচনের জন্য তারা পরামর্শমূলক সহায়তার আশ্বাস দিয়েছেন। তাদের নির্বাচনী ব্যবস্থা কিভাবে এত সুন্দর হলো আমরা জানতে চেয়েছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছি তারা উত্তর দিয়েছেন।

তিনি আরও বলেন, দুই দেশের নির্বাচন ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য থেকে থাকলে এগুলোকে চিহ্নিত করে কীভাবে আমাদের নির্বাচন ব্যবস্থাকে উন্নত করা যায় এবং সর্বোপরি জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং একটি সুন্দর নির্বাচনের জন্য যা কিছু করার দরকার তাদের মতামত আশা করেছি। এই দলটি কোনো সরকারি প্রতিনিধি দল নয়, এই ডেলিগেশনটি একটি এনজিও। যারা নির্বাচন এবং মানবাধিকারের ওপর কাজ করে।

২১ নভেম্বর নাসির কমিশন দায়িত্ব নেওয়ার পর বিদেশিদের সঙ্গে এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে জাতিসংঘের সঙ্গেও বৈঠক করেছেন সিইসি। তারাও কমিশনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায়।  

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।