ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন খুলনার মনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন খুলনার মনা

খুলনা: খুলনা-৬ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।

সোমবার (৩ ডিসেম্বর) ঢাকায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব বরাবর আপিল করেন তিনি। আপিল নম্বর-৪২।

জানা যায়, ২০১৩ সালে খুলনায় বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের জামিনদার ছিলেন মনা। পরবর্তীতে ওই ঋণগ্রহীতা ঋণের টাকা পরিশোধ করেননি।  

এদিকে, বিষয়টি জানতে পেরে মনা ১ ডিসেম্বর ঋণের ৫ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু রোববার (২ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।