ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বগুড়ায় নৌকার প্রচার মাইক ও ধানের শীষের পোস্টারে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
বগুড়ায় নৌকার প্রচার মাইক ও ধানের শীষের পোস্টারে আগুন

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী এমপি আব্দুল মান্নানের নৌকার প্রচার মাইক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি কাজী রফিকুল ইসলামের ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার কালিতলা বেড়িবাঁধ ও হাসনাপাড়া বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

দিবাগত রাতে সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিতলা বেড়িবাঁধে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার প্রচার মাইকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 


তিনি জানান, নৌকা মার্কার প্রচার চলাকালে বেড়িবাঁধে সরকারপাড়া এলাকায় দুর্বৃত্তরা প্রচার মাইক আটকে আগুন দেয়। পরে পুলিশ খবর পেয়ে সেখানে যাওয়ার আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।


এদিকে উপজেলার হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন রেজা বাংলানিউজকে জানান, বিকেলের দিকে দলের নেতাকর্মীরা হাসনাপাড়া এলাকায় ধানের শীষের পোস্টার লাগান। পরে লাগানো সেই পোস্টারগুলো খুলে নেয় প্রতিপক্ষের লোকজন। এমনকি পোস্টারগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেন এই বিএনপি নেতা।  

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বাংলানিউজকে জানান, নৌকা প্রতীকের প্রচার মাইকে দুর্বৃত্তরা আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।  

কিন্তু ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার খবর এখনো কেউ জানাননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এমবিএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।