ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কোনো ক্ষতি হলে নির্বাচন কমিশন দায়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
কোনো ক্ষতি হলে নির্বাচন কমিশন দায়ী বৃষ্টি ও শীত উপেক্ষা করে অবস্থান ধর্মঘট ও অনশন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। ছবি-বাংলানিউজ

টাঙ্গাইল: বৃষ্টি ও শীত উপেক্ষা করে অবস্থান ধর্মঘট ও অনশন করতে থাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে লিখেছেন, আমার কোনো ক্ষতি হলে নির্বাচন কমিশন দায়ী থাকবে।

সোমবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসককে পাঠানো চিঠিতে আমরণ অনশন করার ঘোষণাও দিয়েছেন তিনি।  

লতিফ সিদ্দিকী তার গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়ে এ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে একটি চিঠি দেন। চিঠিতে লতিফ সিদ্দিকী লিখেছেন, আমার ধর্মঘটের আট ঘণ্টা অতিক্রান্ত। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে আমি সিদ্ধান্ত নিলাম একই সঙ্গে আমরণ অনশন চালিয়ে যাওয়ার। আমার যদি কোনো ক্ষতি হয় সেজন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে বলে ঘোষণা দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।