ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধানের শীষের প্রার্থী লিংকনের বাড়িতে হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ধানের শীষের প্রার্থী লিংকনের বাড়িতে হামলার অভিযোগ কুষ্টিয়া-২ আসনে ধানের শীষের প্রার্থী লিংকনের বাড়িতে হামলার অভিযোগ-ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহসান হাবীব লিংকনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকায় তার বাড়িতে এ হামলা চালানো হয়।  

এসময় দু’টি মোটরসাইকেলসহ গেট এবং গ্রিল ভাঙচুর করা হয়।

ছিঁড়ে ফেলা হয় ধানের শীষের পোস্টার।  

এ ব্যাপারে আহসান হাবীব লিংকন জাসদকে অভিযুক্ত করলেও তা অস্বীকার করেছেন জাসদের শীর্ষস্থানীয় নেতারা।  

পুলিশ বলছে, এটা বিএনপি প্রার্থীর গুজব। এই ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।  

স্থানীয়রা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পর মঙ্গলবার (১৮ ডিসেম্বর) প্রথম নির্বাচনী এলাকায় আসেন জাতীয় ঐক্যফ্রন্টের জাতীয় পার্টি (জাফর) মনোনীত প্রার্থী লিংকন। সারাদিন নির্বাচনী এলাকা মিরপুর উপজেলায় গণসংযোগ করার পর ভেড়ামারার দক্ষিণ রেলগেটস্থ তার ভাইয়ের বাসভবন এবং তার নির্বাচনী কার্যালয়ে আসেন তিনি। কিছু সময় সেখানে কাটিয়ে আবার ১২ মাইল এলাকার দিকে গণসংযোগে বের হলে তার বাসভবন এবং নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা।

লিংকন অভিযোগ করেন, জাসদের ইন্ধনে আমার বাসভবনে হামলা চালিয়ে দুইটি মোটরসাইকেল ভাঙচুর করার পর গেট এবং গ্রিল ভাঙচুর করা হয়। এসময় ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বাসভবনের দোতলায় আমার পরিবারের লোকজন অবস্থান করছিল। আমার বাড়িতে হামলার বিষয়টি পরিকল্পিত।  

তবে এ অভিযোগ অস্বীকার করে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর ভেড়ামারায় বিএনপির কোনো অফিসই নেই। এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এটা বিএনপির মিথ্যা অভিযোগ।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।