ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিলেটে মহাজোট প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
সিলেটে মহাজোট প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

সিলেট: সিলেট-১ (মহানগর ও সদর) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয় ও প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার এলাকায় প্রচারণার সময় হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় সিলেট মেট্রোপলিটনের বিমানবন্দর ও জালালাবাদ থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় শিবেরবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশাযোগে নৌকাপক্ষে মাইকে প্রচার চলছিল। শিবেরবাজারে পশ্চিম প্রান্তে মাদ্রাসার সামনে পৌঁছামাত্র বিএনপি, জামায়াত-শিবির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। তারা প্রচার-মাইক ও সিএনজি-অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায়।

এ ঘটনায় নৌকার সমর্থক ও প্রচারে নিয়োজিত কর্মী আনোয়ার হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অভিযোগ করেছেন।

জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে আম্বরখানায় সিলেট সদর উপজেলা নৌকার নির্বাচনী কার্যালয়ে দুই মোটরসাইকেলে মুখোশধারী ছয় যুবক হামলা চালায়। এসময় অফিসের দায়িত্বরত প্রহরী আব্দুল জলিলকে বেঁধে রেখে অফিসের কাগজপত্র তল্লাশি করে। এরপর যাওয়ার সময় নৌকার পোস্টার, লিফলেটসহ অফিসের কাগজপত্র, প্রহরীর জামাকাপড়, মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অফিসের নৈশপ্রহরী বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।