ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সংলাপের মাধ্যমে সমাধানে প্রতিশ্রুত খুলনার প্রার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
সংলাপের মাধ্যমে সমাধানে প্রতিশ্রুত খুলনার প্রার্থীরা শান্তির শপথ নিচ্ছেন প্রার্থী ও বিশিষ্টজনেরা/ছবি: বাংলানিউজ

খুলনা: শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে খুলনার হোটেল ক্যাসেল সালামে এ সভা অনুষ্ঠিত হয়।

সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির খুলনার মনোনীত প্রার্থীদের সঙ্গে স্থানীয় নাগরিকদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য এ সংলাপ আয়োজন করা হয়।

আয়োজনে অংশ নেন খুলনার প্রধান দু’টি দলের রাজনৈতিক নেতা, যুব প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ ভোটারদের একটি অংশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ সালাহউদ্দিন জুয়েল এবং বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতি বিষয়ে ভোটারদের প্রত্যাশা রাজনৈতিক নেতাদের কাছে তুলে ধরা হয়।

রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মিলিত আলোচনার মাধ্যমে খুলনা জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা হয়। জাতীয় সংসদ নির্বাচনের দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা স্থানীয় ইস্যুতে তাদের অতীত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

পাশাপাশি তারা শান্তিপূর্ণ নির্বাচন ও সহাবস্থানে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে দুই প্রার্থী মঞ্চে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে শপথ নেন।  

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগ খুলনা মহানগর শিক্ষা বিষয়ক সম্পদক অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ মোশাররফ হোসেন এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল।

শান্তিতে বিজয় ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশের ১৬ কোটি মানুষের জন্য শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির পক্ষে একাত্ম হওয়ার মঞ্চ তৈরি করা। ক্যাম্পেইনের শুরু থেকে এই রাজনৈতিক নেতারা কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে আয়োজিত গঠনমূলক কার্যক্রমে নিজেরা অংশগ্রহণের পাশাপাশি দলের অন্য নেতাদেরও অংশগ্রহণে উৎসাহিত করছেন এবং সুযোগ সৃষ্টি করছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ক্যাম্পেইন বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে শান্তি র‌্যালি, ভোটারদের সঙ্গে মুখোমুখি সংলাপ এবং তাদের সমস্যার সমাধানের জন্য নিয়মিত কর্মশালা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করছে।    
                   
অনুষ্ঠানটি ইউএসআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে স্ট্রেন্থিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।