ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সালথার ওসিকে প্রত্যাহার চান শামা ওবায়েদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সালথার ওসিকে প্রত্যাহার চান শামা ওবায়েদ নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।
 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বরাবর শামা ওবায়েদ ইসলাম স্বাক্ষরিত চিঠিটি তার প্রধান নির্বাচনী এজেন্ট শোভন ইসলাম রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে এসে জমা দেন।
 
আবেদনে শামা ওবায়েদ বলেন, আমি ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

আমার নির্বাচনী এলাকা সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খাঁনের প্রত্যক্ষ নির্দেশে আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং পোস্টার না টানানোর জন্য হুমকি দিচ্ছে। কোনো মামলা না থাকার পরও আমার নেতাকর্মীদের গ্রেফতার করছেন। নিরীহ নেতাকর্মীদের বিভিন্ন চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা রুজু করেছেন। ভয়ভীতি প্রদর্শন এবং বাড়িবাড়ি গিয়ে ঘর বাড়ি তল্লাশির নামে মহিলা, শিশু ও বয়স্ক মানুষদের নাজেহাল করা করছেন। এতে নিরীহ মানুষ ভীতিকর অবস্থায় রয়েছেন। এরইমধ্যে আমার নিরীহ গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করেছেন দেলোয়ার হোসেন।  

তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী মনোভাবাপন্ন ওই কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ করছি।
 
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।