ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর-১ আসনে জয়ী নৌকার আনোয়ার খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
লক্ষ্মীপুর-১ আসনে জয়ী নৌকার আনোয়ার খান আনোয়ার খান/ফাইল ফটো

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের আনোয়ার খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৮৯৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন। নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। এখানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।