ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

কুষ্টিয়ার ৪ আসনেই নৌকার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
কুষ্টিয়ার ৪ আসনেই নৌকার জয় নির্বাচিত চার সংসদ সদস্য

কুষ্টিয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনেই জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা।

ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসলাম হোসেন।  

ঘোষিত ফলাফল 
কুষ্টিয়া-১ (দৌলতপুর): ১২৬ কেন্দ্রে সব কয়টির প্রাপ্ত ফলাফল আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম সারোয়ার জাহান বাদশা ২ লাখ ৭৮ হাজার ২শ ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বাচ্চু মোল্লার প্রাপ্ত ভোট ৩ হাজার ৪শ ২০। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪১ হাজার ১১২। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৬৮৭ জন, আর নারী ১ লাখ ৭০ হাজার ৪২৫ জন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): ১৫৮ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফল মহাজোট সমর্থিত নৌকা প্রতীকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ২ লাখ ৮২ হাজার ৬শ ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট সমর্থিত (জাফর) ধানের শীষ প্রতীকে আহসান হাবিব লিংকন পেয়েছেন ৩৫ হাজার ৭শ ৫১ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ২৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৭ হাজার ৭৯৯ জন, আর নারী ১ লাখ ৯৯ হাজার ২২৭ জন।

কুষ্টিয়া-৩ (সদর): ১৩৪ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফল আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ২ লাক ৯৬ হাজার ৫শ ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪ হাজার ৩শ ৭৯ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৬৩৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৮৯১ জন, আর নারী ১ লাখ ৮৮ হাজার ৭৪৫ জন।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী): ১৪৭ কেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলে নৌকা প্রতীকে সেলিম আলতাফ জর্জ ২ লাখ ৭৮ হাজার ৮শ ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১২ হাজার ৩শ ১৯ ভোট। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৮৬৭। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৬২৮ জন, আর নারী ১ লাখ ৭৪ হাজার ২৩৯ জন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।