ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মানিকগঞ্জ-২ আসনে ফের এমপি হলেন মমতাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মানিকগঞ্জ-২ আসনে ফের এমপি হলেন মমতাজ

মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

২ লাখ ৭৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন মমতাজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৩১ ভোট।

পুলিশ সুপারের কন্ট্রোল রুমের কর্মকর্তা আশরাফুল আলম (ডিআইওয়ান) এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি আসন নিয়ে মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকা। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ২৪৫।  

মানিকগঞ্জ-২ আসনের অন্য প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মোহাম্মদ আলী এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ফেরদৌস আহমেদ আসিফ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কেএসএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।