ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মুন্সিগঞ্জ-২ আসনে নৌকার এমিলি জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মুন্সিগঞ্জ-২ আসনে নৌকার এমিলি জয়ী মুন্সিগঞ্জ -২ আসনে জয়ী সাগুফতা ইয়াসমিন এমিলিকে অভিনন্দন জানাচ্ছে দলীয় নেতাকর্মীরা। ছবি : বাংলানিউজ

মুন্সিগঞ্জ:  মুন্সিগঞ্জ -২ আসনে (টংগিবাড়ী-লৌহজং) আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি জয়ী হয়েছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা রির্টানিং কর্মকর্তা সায়লা ফারজানা বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জ-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৯৮৬ জন।

এ আসনের মোট ১২৮টি ভোট কেন্দ্রের ফলাফলে সাগুফতা ইয়াসমিন ২ লাখ ১৫ হাজার ৩৮৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহা পেয়েছেন ১৪ হাজার ৬৫টি ভোট।

সাগুফতা ইয়াসমিন এমিলি সর্বমোট ২ লাখ ১ হাজার ৩২০টি ভোট বেশি পেয়ে এই আসনে জয়ী হয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমএমইউ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।