ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিপুল ভোটে আইনমন্ত্রী আনিসুল হকের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বিপুল ভোটে আইনমন্ত্রী আনিসুল হকের জয়

ব্রাহ্মণবাড়িয়া: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বর্তমান সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. শামছুজ্জামান বিষয়টি জানান।

শামছুজ্জামান জানান, নৌকা প্রতীক নিয়ে আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯৪৯ ভোট।

এরআগে, সকাল ৮টা থেকে এ আসনে ১১৮টি ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৯১৪ জন। এর মধ্যে কসবা উপজেলায় ২ লাখ ২৩ হাজার ২৫৮ জন ও আখাউড়া উপজেলায় ১ লাখ ৪ হাজার ৪৯ জন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।