ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজারের ৩টিতে আ’লীগ, একটিতে ঐক্যফ্রন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মৌলভীবাজারের ৩টিতে আ’লীগ, একটিতে ঐক্যফ্রন্ট

মৌলভীবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকা ও একটিতে ঐক্যফ্রন্টের প্রার্থী জয়লাভ করেছে।

বিজয়ীরা হলেন, মৌলভীবাজার-১ আসনে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন (নৌকা), মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (ধানের শীষ), মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নেছার আহমদ (নৌকা) ও মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগের মো. আব্দুস শহীদ (নৌকা)।

রোববার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ৯৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লাখ ৪৪ হাজার ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী নাসির উদ্দিন মিঠু (ধানের শীষ) পেয়েছেন ৬৭ হাজার ৩৪৫ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৯৩টি কেন্দ্রের মধ্যে ৯২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় এক্যফন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ (ধানের শীষ) ৭৯ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী বিকল্পধারার এমএম শাহীন (নৌকা) পেয়েছেন ৭৭ হাজার ১৭০ ভোট। জেলা একমাত্র আসনে হিসেবে সেখানে সামান্য ব্যবধানে নৌকার ভরা ডুবি হয়।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে ১৬৮ কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লাখ ৮৪ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নেছার আহমদ (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নাসের রহমান পেয়েছেন এক লাখ ৪ হাজার ৫৯৫ ভোট।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ১৫২ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ২ লাখ ১১ হাজার ৬১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. আব্দুস শহীদ (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মুজিবুর রহমান মুজিব (ধানের শীষ) পেয়েছেন ৯৩ হাজার ২৯৫। এ নিয়ে ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন আব্দুস শহীদ।
এবারের নির্বাচনে মৌলভীবাজারে চারটি আসনে মোট ভোটার ছিলেন ১২ লাখ ৯৬ হাজার ৬৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫১ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন। মোট ২০ জন প্রার্থী জয়ের লক্ষে মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।