ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আইনানুগ-গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
আইনানুগ-গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই সভায় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: আমরা আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের চতুর্থ তলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার রফিকুল বলেন, আপনাদের সরব উপস্থিতিটা দেখানোর চেষ্টা করবেন।

সবাইকে উদ্যোগী ভূমিকা রাখতে হবে। এটি যথাযথভাবে পালন করলে নির্বাচনী পরিবেশ উন্নতি হবে এবং শেষ দিন পর্যন্ত সেটি থাকবে।

তিনি বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা কোনো প্রার্থীকে নিয়ন্ত্রণ করতে আসিনি। আমরা তাদের সহযোগিতা করতে এসেছি। নির্বাচনের পরিবেশটা মাথায় রেখে বিচার বিবেচনা করে আইনটাকে যথাযথ প্রয়োগ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার মো. আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সরকারি রিটার্নিং কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসএমএকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।