ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডিএনসিসির অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ মিলছে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
ডিএনসিসির অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ মিলছে না

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনী এলাকার অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ মিলছে না। এতে ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পারছেন না।

শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরের রিটানিং কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, নিয়ম রয়েছে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ এক শতাংশ ভোটারের আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু বেশিরভাগ কেন্দ্রে এক শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারছেন না।

ইতোমধ্যে অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ না মেলায় তাদের ভোট প্রিজাইডিং অফিসারের সহযোগিতা দেওয়া হয়েছে।  

এ অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা এক শতাংশের বেশি ভোট দেওয়ার সুযোগ চেয়ে কমিশনের শরণাপন্ন হযেছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে ডিএনসিসির এক সহকারী রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের সংশ্লিষ্ট থেকে তাদের ভোট দেওয়ার ব্যবস্থার সুযোগ রয়েছে। বর্তমানে এক শতাংশের বেশি ভোট দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।