ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাবিথের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
তাবিথের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি ঢালাওভাবে অভিযোগ করেছেন। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।  

আবুল কাশেম বলেন, সকালে আমি বেশ কয়েকটি এলাকা ঘুরেছি।

সেখানে প্রতিটি কেন্দ্রে নৌকা ও ধানের শীষের এজেন্টদের পেয়েছি। শুধুমাত্র একটি কেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্ট পাইনি।

আরও পড়ুন>>> বিএনপির সব পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তাবিথের

তিনি আরও বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে কোনো সমস্যা দেখিনি। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এগুলো কাউন্সিলর প্রার্থীদের কর্ম-সমর্থকদের মধ্যে ঘটেছে। অন্যদিকে, কোনো কোনো কেন্দ্রে আমরা ভোটার উপস্থিতি কিছুটা কম দেখেছি। এছাড়া দু’একটি কেন্দ্রে সমস্যা হয়েছিল, তাৎক্ষণিকভাবে আমরা সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের টিম পাঠিয়ে সেগুলো সমাধান করেছি।

এর আগে তাবিথের প্রতিনিধি জুলহাস উদ্দিন লিখিত অভিযোগ জমা দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।