ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

করোনা: প্রার্থীদের পথসভা-জনসভা পরিহার করতে বললেন সিইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা: প্রার্থীদের পথসভা-জনসভা পরিহার করতে বললেন সিইসি

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চকিস) নির্বাচন, পাঁচ আসনের উপ-নির্বাচনসহ সব নির্বাচনের প্রার্থীদের প্রচার কাজে জনসভা, পথসভা পরিহার করার জন্য বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এক্ষেত্রে তিনি বিকল্প প্রচার মাধ্যম বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আয়োজিত বৈঠকে অংশ নিয়ে তিনি এ অনুরোধ জানান।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সব ধরনের জনসমাগম না করার নির্দেশনা বিষয়টি সাংবাদিকরা সামনে আনলে সিইসি বলেন, আমার এখনই বিষয়টি টেক আপ করব।

মেসেজটা যেন পৌঁছে দিতে পারে, সেজন্য ব্যবস্থা নেব। আমাদের যত নির্বাচন আছে, সবগুলোতে। প্রার্থীরা যেন সীমিত আকারে অন্য ডিভাইসে প্রচার করেন, যেন জনসভা, পথসভা পরিহার করেন, সে অনুরোধ করব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচন বন্ধ করিনি এখনও। যতক্ষণ বন্ধ করব না, ততক্ষণ হবে।

আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় অন্যদের মধ্যে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ইইউডি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।