ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তালতলীর কড়াইবাড়িয়ায় নৌকার প্রার্থী বিজয়ী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
তালতলীর কড়াইবাড়িয়ায় নৌকার প্রার্থী বিজয়ী

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে ১৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ মাস্টার।  

নৌকা প্রতীক নিয়ে তিনি তিন হাজার ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মানসুরুল আলম পেয়েছেন তিন হাজার নয় ভোট।

গত ১৬ জুলাই এ ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৭৭৬। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৩৬৭ জন এবং নারী ভোটার পাঁচ হাজার ৪০৯ জন। মোট নয়টি ভোটকেন্দ্রের ৩৯টি বুথে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মোট ছয় হাজার ১১১ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৫৬.৭১ শতাংশ।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কোনো অনিয়ম এবং সহিংসতা ছাড়াই কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবেই সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।