ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কটিয়াদী পৌরসভার মেয়র নৌকার শওকত উসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
কটিয়াদী পৌরসভার মেয়র নৌকার শওকত উসমান মো. শওকত উসমান শুক্কুর আলী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. শওকত উসমান শুক্কুর আলী (নৌকা প্রতীক)। তিনি ১৩ হাজার ৩৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৯৫ ভোট।

এছাড়াও একমাত্র স্বতন্ত্র প্রার্থী মিসেস সালমা আনিকা (মোবাইলফোন) পেয়েছেন ৪ হাজার ৮৮ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) কটিয়াদী পৌরসভার ১৪টি কেন্দ্রে ভোট গণনা শেষে বেসরকারি প্রাপ্ত ফলাফলে এ ভোটের হিসাব পাওয়া যায়।  

কটিয়াদী পৌরসভায় মেয়র পদে ৫ প্রার্থী, ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন ও ৩টি সংরক্ষিত আসনে ১১ জন প্রার্থী এবারের ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন।  

পৌরসভাটির মোট ভোটার ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৭৩৬ জন এবং নারী ১৫ হাজার ৭৩০ জন।

এর আগে শনিবার দুপুরে কটিয়াদী পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখল, ধানের শীষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ব্যাপক অনিয়মের অভিযোগ করে বিএনপির মেয়র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ ভোট বর্জন করেন।

এছাড়াও কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, জোর করে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মিসেস সালমা আনিকা।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।