ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ীতে ২ প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ীতে ২ প্রার্থীকে জরিমানা

রাজবাড়ী: আসন্ন রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুইজন প্রার্থীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাহাঙ্গীর জলিলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একই দিন বিকেলে একই অপরাধের দায়ে প্রার্থী মাহবুবুর রহমান পলাশকে ২০ বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।