ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

পৌর নির্বাচন: চতুর্থ ধাপে ৫৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পৌর নির্বাচন: চতুর্থ ধাপে ৫৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকা: চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে ৫৬ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলো নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য দায়িত্ব পালন করবেন তারা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মোছা. শাহীনুর আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে- পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচারকাজ পরিচালনা করতে পারবেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে মোট ২৬টি পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে এবং ৩০টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যে সব পৌরসভায় চতুর্থ ধাপে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলো হলো- শ্রীবরদী, শেরপুর, মেলান্দহ, নেত্রকোণা সদর, ফুলপুর, ত্রিশাল, মুন্সীগঞ্জ সদর, নরসিংদী সদর, রাজবাড়ী, কালিহাতি, গোপালপুর, ডামুড্যা, কালকিনি, নগরকান্দা, বাজিতপুর, করিমগঞ্জ ও হোসেনপুর। এসব পৌরসভা যেসব জেলায় অন্তর্ভুক্ত সেসব জেলার জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকেই ওই ৫৬ জনকে নিয়োগ করেছে ইসি।

নিয়োগপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।