ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লোহাগড়ায় মোট চেয়ারম্যান প্রার্থী ৫৯, নৌকার ‘বিদ্রোহী’ ১৬  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
লোহাগড়ায় মোট চেয়ারম্যান প্রার্থী ৫৯, নৌকার ‘বিদ্রোহী’ ১৬
 

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার (৬ডিসেম্বর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

  
 
লোহাগড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মোট প্রার্থী হয়েছিলেন ৬৭ জন। এর মধ্যে ৭ জন প্রত্যাহার করে নিয়েছেন। ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
 
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ জন নৌকার প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন ১৬ জন। দলীয় মনোনয়ন না চেয়ে আওয়ামী লীগ দলীয় ১৩ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, এনডিএমের ১ জন এবং বিএনপির ৩ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২ জন কর্মী ও ১ জন দল নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।