ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

দাগনভূঞায় ৬ ইউপি নির্বাচন

রইল বাকি এক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
রইল বাকি এক 

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে কেবল ১টি বাদে বাকি ৫ ইউপিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।  

সংশ্লিষ্টদের তথ্যমতে, ফেনীতে এর আগে কোন ইউপি নির্বাচনে এত সংখ্যক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হননি।

সেটি হিসেব করলে চলতি ইউপি নির্বাচনে ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড হতে যাচ্ছে দাগনভূঞায়।

উপজেলা নির্বাচন কার্যালয় (৭ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচন অফিস জানায় , সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। কেবলমাত্র জায়লস্কর ইউপিতে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। তাই চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে কেবল ভোটগ্রহণ করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলো সিন্দুরপুর ইউনিয়নে নূর নবী, রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন।

উপজেলা নির্বাচন অফিসার কামাল হোসেন জানান, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন ও সাধারণ সদস্য পদে ৫৫ জন প্রার্থী স্বেছায় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৬টি ইউনিয়নের মধ্যে সিন্দুরপুর, রাজাপুর, পূর্ব চন্দ্রপুর, ইয়াকুবপুর ও মাতুভূঞা ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বাদে অন্যান্য প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এ ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কেবল জায়লস্কর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ করা হবে।   এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন ও সাধারণ সদস্য পদে ২৮১ জন রয়েছে।
 
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দাগনভূঞা ইউপি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। উপজেলার ৬ ইউনিয়নে ১ লাখ ৫৩ হাজার ১৭৯ জন ভোটার ৪১৬টি কক্ষে (বুথ) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।