ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নাসিক নির্বাচন

সারা বিশ্বে ইভিএমে নির্বাচন হচ্ছে: আনোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
সারা বিশ্বে ইভিএমে নির্বাচন হচ্ছে: আনোয়ার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, সারা দেশে-সারা বিশ্বে ইভিএমে নির্বাচন হচ্ছে। বাংলাদেশে এর আগেও ইভিএমে নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জেও এর আগে ইভিএমে নির্বাচন হয়েছে।

কেউ কেউ নিজের পরাজয় আড়াল করতে ইভিএমে দোষ চাপিয়ে দিচ্ছেন। আসলে ইভিএমে নির্বাচন হলেই কারচুপি হবে এমন কোনো কথা না।

বুধবার (১৫ ডিসেম্বর) সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ নেতারা। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন আনোয়ার।

আনোয়ার হোসেন আরও বলেন, আওয়ামী লীগ এমন একটা প্রতিষ্ঠান এটা তৃণমূলের সংগঠিত প্রতিষ্ঠান। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করিছি না।  

আনিসুর রহমান দিপু বলেন, জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী ১৬ জানুয়ারির যে নির্বাচন সে নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে নির্বাচিত হবে। আমরা একত্রিত আছি, আমরা ঐক্যবদ্ধ আছি।  

তিনি আরও বলেন, এখানে বিরোধিতার কিছু নেই। আওয়ামী লীগ একটা বড় দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। অনেকেই মনোনয়ন চাইতে পারেন। যোগ্য ব্যক্তিই মনোনয়ন পেয়েছেন, আমরা সকলে ঐক্যবদ্ধ আছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিপু বলেন, আপনারা জানেন নির্বাচনে আচরণবিধি আছে। আচরনবিধির কারণে শামীম ওসমান বা কোনো এমপি এখানে উপস্থিত হতে পারে না। সময় হলে সকলেই আসবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।