ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বকশীগঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ ৭ জন বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বকশীগঞ্জে বিদ্রোহী প্রার্থীসহ ৭ জন বহিষ্কার

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিদ্রোহী প্রার্থীসহ ৭ জনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব হুমায়ন কবির, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রশিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ কামাল, সদস্য সেলিম মিয়া, সদস্য মিষ্টার মিয়া ও সদস্য অংকন মিয়া।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাংলানিউজকে জানান, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে, অসাংগঠনিক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।